
মতলব উত্তর প্রতিনিধি: মতলব উত্তর ছেংগারচর পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী মমিনুল ইসলাম এর ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পৌর ছাত্রলীগের সভাপতি প্রার্থী মমিনুল ইসলাম অর্ধশতাধিক ব্যানার ও ফেস্টুন পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং উপজেলার সম্মুখে লাগিয়েছিলেন। মমিনুল ইসলামের ব্যানারে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি তারুণ্যের প্রতীক সজীব ওয়াজেদ জয়ের ছবি ছিল।
এছাড়াও চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য এড. নুরুল আমিন রুহুল এবং মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস এর ছবি সংবলিত ব্যানার ফেস্টুন গুলো করা হয়েছিল।
ওই ব্যানার ফেস্টুন গুলো ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা । এছাড়াও বিভিন্ন স্থান থেকে ব্যানার ও ফেস্টুন গুলো রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়।
উল্লেখ্য, মমিনুল ইসলাম মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের দফতর সম্পাদক হিসেবে সাংবাদিকতাও সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।