
মনিরুল ইসলাম মনির :
মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বাজার বণিক সমিতি লিঃ (রেজি নং-৭৫/চাঁদ-৯৮) ২০১৯ নির্বাচনে গত বৃহস্পতিবার ও শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন সাধারণ সম্পাদক পদে ওমর খান ও সিরাজুল ইসলাম সরকার এবং সদস্য পদে মো. মিজানুর রহমান ও আলাউদ্দিন।
শুক্রবার মনোনয়নপত্র সংগ্রহ করেন সভাপতি পদে মোঃ মনির হোসেন বেপারী, সহ-সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর হোসেন, সম্পাদক পদে মো. শেখ ফরিদ, সদস্য পদে সাংবাদিক মনিরুল ইসলাম মনির, নূর মোহাম্মদ খান ও মোঃ নূরে আলম।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ইবনাল মঈন আহম্মেদ রিপন, সদস্য মাহবুব আলম লাভলু ও সবুজ সরকার নির্বাচন পরিচালনা দায়িত্বে রয়েছেন।
উল্লেখ্য, তফসিল অনুযায়ী ১৭ সকাল ১০টা থেকে ১৯ জানুয়ারী বেলা ৩টা পর্যন্ত বিতরন করা হবে। মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ তারিখ ২০ জানুয়ারী । একইদিন বেলা ২টা থেকে ৩ট পর্যন্ত যাচাই-বাছাই। মনোনয়ন বাতিল হলে ২১ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আপিলের শুনানী। ২২ জানুয়ারী থেকে ২৩ জানুয়ারী সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার। ২৪ জানুয়ারী সকাল ১০টা থেকে দুপুর ১২টার ও ২টা থেকে ৫টা পর্যন্ত প্রতিক বরাদ্দ। ১২ ফেব্রুয়ারী সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।