
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি ও ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মাহবুবুর রহমান সেলিম ছেঙ্গারচর পৌরসভার ৫নং ওয়ার্ডের গরীব দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন।
শুক্রবার বিকালে ঘনিয়ারপাড়ে অক্সফোর্ড কিন্ডারগার্টেন মাঠে কম্বল বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছেঙ্গারচর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান সেলিম।
ছেঙ্গারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাসান কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক মমিনুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, ছেঙ্গারচর পৌরসভার প্যানেল মেয়র আঃ মান্নান বেপারী, ৪নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদাৎ হোসেন ঢালী খোকন, পৌর আওয়ামী লীগ নেতা আঃ মালেক খান, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেহান উদ্দিন প্রামানিক, আওয়ামী লীগ নেতা ডাঃ এমএ করিম, সাবেক কাউন্সিলর মজিবুর রহমান প্রধান, যুবলীগ নেতা মুছা বেপারী প্রমুখ।