Home ক্যাম্পাস খবর জবিতে কর্মকর্তা ও কর্মচারীদের ৯ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদ গঠিত

জবিতে কর্মকর্তা ও কর্মচারীদের ৯ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদ গঠিত

218
0
SHARE

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারী সমিতি নিয়ে ৯ সদস্য বিশিষ্ট ঐক্য পরিষদ গঠিত হয়েছে। এতে মো. আব্দুল কাদেরকে (কাজী মনির) সভাপতি এবং জামাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের তিন সংগঠনের এক মত-বিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (৯ জুলাই) কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন জবি কর্মকর্তা সমিতির সভাপতি মো. আব্দুল কাদের (কাজী মনির)।
নবগঠিত ঐক্য পরিষদের সভাপতি কাজী মনির বর্তমানে জবি কর্মকর্তা সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন কর্মচারী সমিতির সভাপতি হিসেবে আছেন।



এছাড়া কমিটির অন্যরা হলেন, জবি কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান ও কার্যকরী সদস্য মোহাম্মদ মোক্তার হোসেন, জবি কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক সোহানুর রহমান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মোস্তফা বিন আজিজ, জবি সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আবু সাঈদ ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন।
এ দিকে সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়কে আওতামুক্ত রাখার দাবি জানিয়ে নবগঠিত ঐক্য পরিষদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে র‍্যালি করেছে কর্মকর্তা, কর্মচারী ও সহায়ক কর্মচারীরা।
মঙ্গলবার বেলা ১২টায় র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন, কলা ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে বেরিয়ে ভিক্টোরিয়া পার্কে ঘুরে আবার প্রধান ফটকে এসে শেষ হয়। এসময় প্রায় দেড়শত কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

image_pdfimage_print