Home ব্রেকিং জলবায়ু পরিবর্তন : বিজ্ঞান জাদুঘরে সেমিনার

জলবায়ু পরিবর্তন : বিজ্ঞান জাদুঘরে সেমিনার

38
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে আজ (03.05.২০২3খ্রি.) “Rising Temperature: Global Challenge” শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে অংশীজন, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, শিক্ষক এবং বিভিন্ন বিজ্ঞানসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সরকারি কর্মকর্তাদের ভূমিকা পালন করতে হবে। পৃথিবীর শীর্ষ ধনী দেশগুলোর দূষণের ক্ষত বইতে হচ্ছে দরিদ্র রাষ্ট্রগুলোকে। ধনীদের ভোগ বিলাস কমাতে হবে। বিজ্ঞান ক্লাবগুলোকে কম্যুনিটি পর্যায়ে ব্যাপক পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। সরকারি দপ্তরের দায়িত্ব পালনের সমান্তরালে নাগরিকদের পরিবেশ বান্ধব করতে হবে।” সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন কালে পরিবেশ অধিদপ্তরের (ঢাকা গবেষণা কার্যালয়ের) পরিচালক ড.মু. সোহরাব আলী বলেন, “পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশেষ কোনো অঞ্চল বা জনগোষ্ঠী নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়েছে সারাবিশ্বের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে।” সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রেখা রানী বালো। তিঁনি বৈশ্বিক উষ্ণায়ন রোধে ব্যক্তি সচেতনতা বড় প্রভাব ফেলতে পারে মর্মে মন্তব্য করেন। তিঁনি বলেন “ব্যক্তি সচেতনতার মাধ্যমে দূষণের মাত্রা কমানো সম্ভব।”

image_pdfimage_print