Home ক্যাম্পাস খবর জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো অটোপাস নয়: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো অটোপাস নয়: ভিসি

25
0
SHARE

জাতীয় বিশ্ববিদ্যালয় কোনদিন অটোপাশ দেবে না উল্লেখ করে ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, এই বিশ্ববিদ্যালয় অটোপাস দিলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। আজ বুধবার (৩০ অক্টোবর) দুপুরে গাজীপুরস্থ ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ভিসি ড. এ এস এম আমানুল্লাহ বলেন, আমাদের প্রশাসনকে চাপ দিয়ে কোনো লাভ হবে না। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যা যা করণীয় তা করা হবে।
তিনি আরও বলেন, দেশের শতকরা ৭০ ভাগ নিয়ন্ত্রণ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। আর বাকি সবগুলো বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে মাত্র ৩০ ভাগ। এই বিশ্ববিদ্যালয়ের সংস্কার দরকার।
এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা পরিদর্শন করে ছাত্র-শিক্ষকরা।
এর আগে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে সিন্ডিকেট হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমানের সভাপতিত্বে রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, গত ২৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২০১৯-২০ পরীক্ষা না নিয়ে অটো পাসের দাবিতে ভিসি অফিস ঘেরাও করেন শিক্ষার্থীরা।

image_pdfimage_print