
ঢাকা, ১০ মার্চ ২০২৫: আগামী ১৫ মার্চ ২০২৫ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আজ এক কেন্দ্রীয় এ্যাডভোকেসি ও সাংবাদিক ওরিয়েন্টেশন সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিহাব উদ্দিন (অ.দা.)।
সভায় জানানো হয়, এবারের ক্যাম্পেইনে ডিএসসিসি এলাকায় ৬-১১ মাস বয়সী ১,১০,০০০ শিশুকে ১ টি নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (১,০০,০০০ আইইউ) এবং ১২-৫৯ মাস বয়সী ৫,৬০,০০০ শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (২,০০,০০০ আইইউ) খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্যাম্পেইনের দিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১,৮২৭ টি কেন্দ্রে ৩,৬৫৪ জন স্বেচ্ছাসেবক ও ১৫০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচি পরিচালিত হবে।
সভায় বক্তারা বলেন, “সরকার সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত ল্যাবরেটরিতে পরীক্ষিত ও সম্পূর্ণ নিরাপদ। তাই শিশুদের পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন ক্যাপসুল খাওয়াতে উৎসাহিত করা প্রয়োজন।”
গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়, কোনো ধরনের গুজবে কান না দিয়ে জনগণকে সঠিক তথ্য জানাতে এবং শিশুর পুষ্টি নিশ্চিত করতে সহযোগিতা করার জন্য।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় পুষ্টি সেবা (এনএনএস)-এর লাইন ডাইরেক্টর, ঢাকা বিভাগের স্বাস্থ্য পরিচালকের প্রতিনিধি, বিভিন্ন হাসপাতালের পরিচালকদের প্রতিনিধি, গার্লস গাইড, রোভার স্কাউট, রোটারি ক্লাবের প্রতিনিধি, ইউনিসেফ, এসআইএমওগণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউপিএইচসিএসডিপি, এনএইচএসডিপি, ব্লিস বাংলাদেশসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণও সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভিটামিন ‘এ’ শিশুদের অপুষ্টিজনিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের শিশুদের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্য নেয়া হয়েছে।