Home রাজনীতি জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের মৃত্যুবাষির্কী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

36
0
SHARE

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সফল মন্ত্রী জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের ৯ম মৃত্যুবাষির্কী উপলক্ষ আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) ঢাকার রিপোর্টাস ইউিনিটিতে ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্ট, ঢাকার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি।

তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতায় আব্দুর রাজ্জাকের ছিলো অসামান্য অবদান। মুক্তিযোদ্ধের ইতিহাস তাকে ছাড়া অসম্পূর্ণ। বাংলাদেশ যতদিন থাকবে আব্দুর রাজ্জাকের নামও ততদিন থাকবে।

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

তিনি বলেন, দেশের জন্য আব্দুর রাজ্জাকের অবদান কখনো শেষ হবার নয়। তিনি ছিলেন গণমানুষের নেতা। দেশের উন্নয়নে তার ছিলো অনবদ্য অবদান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রায়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের সুযোগ্য সন্তান ইয়ং বাংলার আহবায়ক নাহিম রাজ্জাক এমপি।

তার বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, বাবা ছিলেন প্রতিটি মানুষের হৃদয়ে। বাবার রেখে যাওয়া স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।

এসময় আব্দুর রাজ্জাকের আত্মার শান্তি কামনায় দেশবাসীর কাছে দোয়া চান তার সুযোগ্য সন্তান নাহিম রাজ্জাক।

আর এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ডামুড্যা উপজেলা যুব কল্যাণ ট্রাস্টের সভাপতি সাংবাদিক আসাদুজ্জামান আজম।

অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গসংগঠনসহ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সমিতি ঢাকার পক্ষে উপস্থিত ছিলেন সমিতির একাধিক সদস্যরা।

এছাড়াও শরীয়তপুর থেকে যোগ দিয়েছেন প্রয়াত জাতীয় নেতা আব্দুর রাজ্জাকের অনেক শুভাকাঙ্ক্ষী।

image_pdfimage_print