Home ক্যাম্পাস খবর আইএসিআরডি বোর্ডের নির্বাহী পরিচালক পদে ইবিএইউবি এর উপাচার্য

আইএসিআরডি বোর্ডের নির্বাহী পরিচালক পদে ইবিএইউবি এর উপাচার্য

52
0
SHARE

পরিক্রমা ডেস্ক : এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ(ইবিএইউবি)-এর উপাচার্য অধ্যাপক ড. এবিএম রাশেদুল হাসান ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (আইএসিআরডি) বোর্ড-এর নির্বাহী পরিচালক (সম্মানসূচক) পদে মনোনীত হয়েছেন।

সম্প্রতি প্রতিষ্ঠানটির এক সাধারণ সভায় অধ্যাপক রাশেদুল হাসানকে এ পদে মনোনীত করা হয়।

আইএসিআরডি-এর বোর্ডের নির্বাহী পরিচালক পদে মনোনীত হওয়ার পর অধ্যাপক রাশেদুল হাসান গবেষণাকে শিক্ষার একটি অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে বিশ্বব্যাপী বিস্তার করার প্রত্যয় ব্যক্ত করেন।

ইন্টারন্যাশনাল আমেরিকান কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান যা শিক্ষা এবং শিক্ষণ পদ্ধতির বিভিন্ন ধারণার বিকাশ ও বিস্তার নিয়ে কাজ করে থাকে।

image_pdfimage_print