Home ক্যাম্পাস খবর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমার

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বিশ্ববিদ্যালয় পরিক্রমার

29
0
SHARE

নিজস্ব প্রতিবেদক:
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় পরিক্রমা-এর উদ্যোগে শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান। তিনি বলেন, জিপিএ-৫ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং জাতির ভবিষ্যৎ নির্মাণে শিক্ষার্থীদের সম্ভাবনার প্রতিফলন। শিক্ষার্থীদের মেধা ও মননশীলতা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব ফরিদা ইয়াসমিন। তিনি শিক্ষার্থীদের সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হারুন অর রশিদ, প্রধান সম্পাদক—বিশ্ববিদ্যালয় পরিক্রমা; প্রকাশক ও সম্পাদক—বি. পরিক্রমা নিউজবিডি ডটকম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পরিক্রমা দীর্ঘদিন ধরে মেধাবী শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং আগামীতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে গেস্ট অব অনার ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ড. জমিরুল আকতার (এলএলবি, ঢাকা বিশ্ববিদ্যালয়; পিএইচডি, যুক্তরাষ্ট্র)। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান। বিশেষ আলোচনায় অংশ নেন জনাব রফিকুল ইসলাম আজাদ, সাবেক সভাপতি—রিপোর্টার্স ইউনিটি ও উপদেষ্টা সম্পাদক—বিশ্ববিদ্যালয় পরিক্রমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান, পরিচালক (IQAC) ও অধ্যাপক, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ; মোঃ আনোয়ার হাবিব কাজল, সিনিয়র সহকারী পরিচালক, জনসংযোগ বিভাগ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি; ইঞ্জিঃ মোঃ আবেদুর রহমান, সহ-সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএবি); কাজী সাখাওয়াত হোসেন, সদস্য সচিব, অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDEB); জনাব মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক, বিশ্ববিদ্যালয় পরিক্রমা এবং জনাব মোঃ আলতাফ হোসেন সরদার, সদস্য, কমিউনিটি অ্যাসিসটেনশন ফর রুরাল ডেভেলপমেন্ট।
অনুষ্ঠান শেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানটি আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

image_pdfimage_print