Home ক্যাম্পাস খবর এনএসইউতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

এনএসইউতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

8
0
SHARE

ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৫:
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) আজ রবিবার (০৭ সেপ্টেম্বর ২০২৫) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-৮০১ এ এ অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার। বিশেষ অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য জনাব দীনজীর আহমেদ। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এনএসইউর কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আজিদুর রহমান খান।

স্বাগত বক্তব্য দেন এনএসইউর প্রক্টর অধ্যাপক আব্দুল খালেক। তিনি বলেন, “রাসুল (সা.) মানবজাতির কল্যাণের দূত হয়ে পৃথিবীতে আগমন করেছেন। তিনি পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। তাঁর জীবন ও কর্ম অনুসরণ করলে আমাদের জীবন আরও অর্থবহ হয়ে উঠবে।”

আলোচনায় ড. আহসানুল হাদী বলেন, “রাসুল (সা.) মানবতা ও ন্যায়ের প্রতীক হয়ে পৃথিবীতে আগমন করেছেন। তিনি সত্য ও মানবিকতার ভিত্তিতে একটি সভ্য ও সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। পৃথিবীর প্রতিটি মুসলিমের জন্য তাঁর জীবন ও কর্ম অনুসরণীয়। কোনো জাতি যদি তাঁর আদর্শের ধারায় চলতে পারে তবে তারা উন্নতির শিখরে পৌঁছাতে সক্ষম হবে।”

বিশেষ অতিথি জনাব দীনজীর আহমেদ বলেন, “রাসুল হযরত মুহাম্মদ (সা.) ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা। মানবজাতির মুক্তি ও সংস্কৃতির উন্নয়নের জন্য আল্লাহ তাঁকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর আদর্শ অনুসরণ করে আমাদের জীবনকে গড়ে তুলতে হবে।”

প্রধান অতিথি জনাব আজিজ আল কায়সার বলেন, “রাসুল (সা.) সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছিলেন। তিনি বিশ্ববাসীর জন্য অনুকরণীয় আদর্শ। আমাদের জীবন গঠনের ক্ষেত্রে একমাত্র তাঁর জীবনই আমাদের পথ দেখাতে সক্ষম।”

সভাপতির বক্তব্যে অধ্যাপক আজিদুর রহমান খান বলেন, “রাসুল (সা.)-এর আদর্শ অনুসরণ করেই আমরা আমাদের জীবনকে আলোকিত করতে পারি। এজন্য আমাদের প্রত্যেককে আন্তরিক চেষ্টা করতে হবে।”

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. আহসানুল হাদী।

image_pdfimage_print