Home খেলাধূলা গুরুতর অসুস্থ তামিম

গুরুতর অসুস্থ তামিম

48
0
SHARE

বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিকেএসপিতে শাইনপুকুরের সাথে মোহামেডানের খেলায় ফিল্ডিং করছিলেন তামিম। ম্যাচ চলাকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিকেএসপিতে প্রাথমিক চিকিৎসার পর উন্নতি না হলে তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। সেখানেই লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। ঢাকা থেকে এরই মধ্যে হেলিকপ্টারে করে আনার চেষ্টাও করা হচ্ছে।

image_pdfimage_print