Home জাতীয় চাঁদপুরে অনলাইন ইলিশ বিক্রির নিবন্ধন পেলো ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’

চাঁদপুরে অনলাইন ইলিশ বিক্রির নিবন্ধন পেলো ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’

12
0
SHARE

চাঁদপুর প্রতিনিধি:

ইলিশের বাড়ি চাঁদপুর— এই নামেই দেশ-বিদেশে পরিচিত এই জেলা। কিন্তু চাঁদপুরের ইলিশের সুনামকে পুঁজি করে কিছু অসাধু চক্র অনলাইনে প্রতারণার ফাঁদ পেতেছিল। চাঁদপুরের নাম ব্যবহার করে ইলিশ বিক্রির নামে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অসংখ্য অভিযোগের প্রেক্ষিতে অবশেষে ব্যবস্থা নিলো জেলা প্রশাসন।

এই প্রতারণা রোধে অনলাইন ইলিশ বিক্রেতাদের বৈধতা যাচাই ও নিবন্ধনের উদ্যোগ নেয় চাঁদপুর জেলা প্রশাসন। যাচাই-বাছাই শেষে বৈধভাবে অনলাইনে ইলিশ বিক্রির অনুমোদন পেয়েছে মোট সাতটি প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার (৯ অক্টোবর ) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় চাঁদপুর জেলার অনলাইন ইলিশ ব্যবসায়ীদের নিবন্ধন সনদ বিতরণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ এবং অন্যান্য সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট অংশীজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

নিবন্ধনপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে প্রথমেই স্বীকৃতি পেয়েছে ‘ইলিশ ভাইয়া চাঁদপুর’, যার উদ্যোক্তা অনলাইন ব্যবসায়ী মো: খোকন পাটওয়ারী।

জেলা প্রশাসক মোহসিন উদ্দিন বলেন, “চাঁদপুরের নাম ব্যবহার করে যেন কেউ প্রতারণা করতে না পারে, সে জন্য আমরা এই নিবন্ধন ব্যবস্থা চালু করেছি। এখন থেকে শুধুমাত্র নিবন্ধিত প্রতিষ্ঠানই অনলাইনে ইলিশ বিক্রি করতে পারবে।”

প্রথম পর্যায়ে যাচাই-বাছাই শেষে সাতজন উদ্যোক্তাকে নিবন্ধন সনদ প্রদান করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে অনলাইনে ইলিশ কেনাবেচায় ক্রেতারা যেন প্রতারণার শিকার না হন, সে জন্য শুধুমাত্র এই নিবন্ধিত উদ্যোক্তাদের কাছ থেকেই ইলিশ কেনা নিরাপদ বিবেচিত হবে।

image_pdfimage_print