
১৮ জুলাই রবিবার সকাল ১১টায় রাজধানীর মালিবাগে চাঁদপুর জেলা সমিতি, ঢাকা এর উদ্যোগে সহস্রাধীক মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। সমিতির সভাপতি অধ্যাপক একেএম ফজলুল হকের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ জি.এম আতিকুর রহমানের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ড. শামছুল হক ভূঁইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মোঃ সফিউল আলম স্বপন, কোষাধ্যক্ষ মোঃ আরিফ উল্যাহ সরকার, যুগ্ম-সম্পাদক মোঃ শরীফ হোসেন পাটোয়ারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার, কমান্ডার মজিবুর রহমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক মোঃ হারিছ মিয়া শেখ (সাগর), সহ-প্রচার সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহীউদ্দিন পাটোয়ারী, দপ্তর সম্পাদক মোঃ তাজুল ইসলাম মিয়াজী, সহ-দপ্তর সম্পাদক এম হেদায়েত উল্যাহ (মানিক), ক্রীড়া বিষয়ক সম্পাদক, এস.এম মতিউর রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইয়াহিয়া সরকার, পীরজাদা শাহ্ মুহাম্মদ কুদ্দুস, কার্যনির্বাহী সদস্য মোঃ মোশারফ হোসেনসহ আরো অনেকে।
উল্লেখ, চাঁদপুর জেলা সমিতি, ঢাকা ১৯৫৪ সালে মানব সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠা করা। তারই ধারাবাহিকতায় বিভিন্ন সময়ে জনকল্যাণ ও সমাজসেবা মূলক কার্যক্রম করে আসছে চাঁদপুর জেলা সমিতি, ঢাকা।





