Home জাতীয় জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করল (বিসিক)

জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন করল (বিসিক)

170
0
SHARE

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) – এ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

১৫ আগস্ট, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিসিক আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবে রাজধানীর তেজগাঁওস্থ বিসিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিসিক চেয়ারম্যান জনাব মুহঃ মাহবুবর রহমান (গ্রেড -১)। এসময় জনাব মোঃ আহসান কবীর, পরিচালক (পরিকল্পনা ও গবেষণা), বিসিক; জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক ( অর্থ), বিসিক; জনাব মোঃ আবদুল মতিন, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন), বিসিক; জনাব শ্যমলী নবী, পরিচালক (প্রশাসন), বিসিক; বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও বিসিক ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেলে শ্রদ্ধা নিবেদন করেন বিসিক আঞ্চলিক কার্যালয়, ঢাকা, বিসিক প্রশিক্ষণ ইন্সটিটিউট (স্কিটি), বিসিক জেলা কার্যালয়, ঢাকা, বিসিক কর্মকর্তা সমিতি ও বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়ন।
ফুলের শ্রদ্ধা নিবেদন শেষে ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় ও অসহায় দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এরপর শাহাদত বার্ষিকীতে শিল্প মন্ত্রণালয়ের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শিল্প মন্ত্রণালয় চত্বরে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিসিক চেয়ারম্যান মহোদয়। এসময় বিসিক পরিচালক পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দসহ বিসিকের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অত:পর জাতির পিতার স্মৃতি বিজরিত ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বিসিক চেয়ারম্যান মহোদয়, বিসিক কর্মকর্তা সমিতির সদস্যবৃন্দ ও বিসিক শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দ।

পরবর্তীতে বিসিক সম্মেলন কক্ষে জনাব আহসান কবীর পরিচালক ( পরিকল্পনা ও গবেষণা), বিসিক মহোদয়ের সভাপতিত্বে ও জনাব তারানা জাহান তানিয়া, উপনিয়ন্ত্রক, (হিসাব ও অর্থ) ও শেখ আলী আশরাফ ফারুক এর উপস্থাপনায় চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিসিক চেয়ারম্যান মহোদয়ের সহধর্মিণী জনাব নুরুন্নাহার এবং বিসিক পরিচালক জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস স্যারের সহধর্মিণী জনাব পারভীন আক্তার।
আলোচনা সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালো রাতে ঘাতকের বুলেটে শাহাদতবরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন জনাব ফরহাদ আহমেদ, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও গবেষণা), বিসিক। বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল আলম, প্রধান প্রকৌশলী, বিসিক; জনাব আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক, বিসিক ঢাকা। এছাড়াও বক্তব্য রাখেন জনাব মোঃ বদরুল হায়দার পরশ। সভায় জাতির পিতার সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন জনাব মোঃ কামাল উদ্দিন বিশ্বাস, পরিচালক (অর্থ); আলোচনা সভাপতি জনাব আহসান কবীর, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে কাজ করতে বিসিক-এর প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে আহ্বান জানান। তিঁনি বলেন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা নির্মাণে বিসিক-কেই দায়িত্বপালন করতে হবে।

image_pdfimage_print