Home ক্যাম্পাস খবর জাবির নতুন উপাচার্য অধ্যাপক হলেন ড. নূরুল আলম

জাবির নতুন উপাচার্য অধ্যাপক হলেন ড. নূরুল আলম

53
0
SHARE

পরিক্রমা ডেস্ক : আগামী চার বছরের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২১তম উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. নূরুল আলম।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তিন সদস্যের উপাচার্য প্যানেল থেকে তাকে নিয়োগ প্রদান করেন। ২০২৬ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্ব পালন করবেন তিনি।

প্রসঙ্গত, সাবেক উপাচার্য অধ্যাপক ড ফারজানা ইসলামের দুই মেয়াদের দায়িত্ব শেষ হয় গত ১ মার্চ। এরপর থেকেই সাময়িক উপাচার্যের দায়িত্ব পালন করছেন অধ্যাপক নূরুল আলম। ১২ আগস্ট অনুষ্ঠিত হয় উপাচার্য প্যানেল নির্বাচন। তাতে ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন নূরুল আলম। ফলে সাময়িক উপাচার্যের দায়িত্ব পালন করায় তাকেই পরবর্তী চার বছরের জন্য নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তার নেতৃত্বের উপর আস্থা রাখায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান ড. নূরুল আলম। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে তার পাশে থেকে উন্নয়ন কার্যক্রম জোরদার করার জন্য অনুরোধ করেন তিনি।

image_pdfimage_print