Home জাতীয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়াটার এইডের উদ্যোগে পাবলিক টয়লেট ইজারাদারদের সনদপত্র বিতরণ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ওয়াটার এইডের উদ্যোগে পাবলিক টয়লেট ইজারাদারদের সনদপত্র বিতরণ

60
0
SHARE

 

ঢাকা, ১০মার্চ ২০২৫: ওয়াটার এইড (Water Aid) বাংলাদেশের উদ্যোগে ‘পাবলিক টয়লেট ইজারাদারদের দক্ষতা উন্নয়ন কর্মসূচি-সনদপত্র বিতরণ’ অনুষ্ঠান আজ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসি প্রশাসক মো: শাহজাহান মিয়া। তিনি বলেন, “নগরবাসীর নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা সিটি করপোরেশনের অন্যতম দায়িত্ব। সরকারী-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে নগরীতে পাবলিক টয়লেটের সংখ্যা বৃদ্ধি করতে হবে।”

তিনি আরও বলেন, “পাবলিক টয়লেট ব্যবস্থাপনায় জায়গার সীমাবদ্ধতা, ব্যবস্থাপনার সমস্যা ও ইজারাদারদের দক্ষতার অভাব দূর করতে অংশীদারিত্বমূলক বিজনেস মডেলের ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।”

প্রশাসক মো: শাহজাহান মিয়া ওয়াটার এইড বাংলাদেশের ‘পথের দাবী: চলতি পথে টয়লেট হোক প্রশান্তির জায়গা’ শীর্ষক ক্যাম্পেইনের উদ্বোধন করেন এবং জনগুরুত্বপূর্ণ এই উদ্যোগের জন্য ওয়াটার এইডকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ওয়াটার এইড ১৯৮৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে এবং ২০১৪ সাল থেকে ডিএসসিসি এলাকায় ১১টি পাবলিক টয়লেটের ব্যবস্থাপনায় কাজ করছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মোঃ মাহাবুবুর রহমান তালুকদার, প্রধান প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, প্রধান সম্পত্তি কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print