Home ক্যাম্পাস খবর ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

ঢাবি শিক্ষকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত

125
0
SHARE

পরিক্রমা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর অন্তর্গত কোয়ালিটি এস্যুরেন্স (কিউএ) উইং ০৯ নভেম্বর, ২০২২ তারিখে আইকিউএসি-ডিইউ কনফারেন্স রুম-এ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের “Programme Self Assessment” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে।

অনু্ষ্ঠানটির সভাপতি আইকিউএসি-ডিইউ-এর পরিচালক অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান “Role of IQAC in coordinating skill, knowledge and competence in higher education in the University of Dhaka” বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান (অতিরিক্ত পরিচালক, কিউএ, আইকিউএসি-ডিইউ) “Programme Self Assessment: Procedure and Report Writing” বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. এ.টি.এম. সামছু্জ্জোহা (অতিরিক্ত পরিচালক, ইটিএল, আইকিউএসি-ডিইউ) কর্মশালাটি সঞ্চালনা করেন এবং “Importance of Self Assessment” বিষয়ে বক্তব্য রাখেন।

উল্লেখ্য, আইকিউএসি-ডিইউ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল (বিএসি)-এর পরামর্শক্রমে উচ্চশিক্ষায় সফলতা অর্জনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মশালা ও বিশেষ বক্তৃতা আয়োজন করে আসছে।

 

image_pdfimage_print