Home জাতীয় দৈহারী ইউনিয়ন রামকিশোর মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭ তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দৈহারী ইউনিয়ন রামকিশোর মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭ তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

59
0
SHARE

পরিক্রমা ডেস্ক : দৈহারী ইউনিয়ন রামকিশোর মাধ্যমিক বিদ্যালয়ের ৬৭ তম ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্হিত ছিলেন,পিরোজপুর জেলাপরিষদের প্যনেল চেয়ারম্যান এ্যাড. জাকারিয়া খান(স্বপন), পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌশলী বাবু প্রেমানন্দ হালদার,হিন্দু কল্যান ট্রাস্টের সাবেক ট্রাস্টি অধ্যক্ষ বিপুল বিহারী হালদার,নেছারাবাদ আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মো: হাসান আল মামুন,দৈহারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাহারুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো: মিজানুর রহমান,সাবেক চেয়ারম্যান মো: দুলাল শেখ,সাবেক চেয়ারম্যান প্রগতি মন্ডল, বাবু শংকর প্রসাদ মন্ডল( সাধারণ সম্পাদক দৈহারী ইউনিয়ন আওয়ামীলীগ),ডা: পল্টু লাল বেপারি, বাবু অমল কৃষ্ণ বেপারী প্রমূখ।

উক্ত ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধান চন্দ্র মন্ডল। সভাপতির বক্তব্যে তিনি বলেন; এই বিদ্যালয় আমার শৈশব ও কৈশোরের প্রাণের বিদ্যাপীঠ। তিনি তার বক্তব্যে বিদ্যালয় জীবনের সুখস্মৃতি ও বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যত নিয়ে ‌আলোকপাত করেন।

image_pdfimage_print