Home ক্যাম্পাস খবর নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনে ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনে ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

12
0
SHARE

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) ২৬তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) এনএসইউ ক্যাম্পাসে এ আয়োজন হয়েছে। এ সমাবর্তনে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের তিন হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি দেয়া হয়।

অনুষ্ঠানে কনভোকেশন চেয়ার ছিলেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার। প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার সমাবর্তন ভাষণে বলেন, এই সমাবর্তন তোমাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি হলেও এটি একটি বৃহত্তর জীবনের সূচনা।

তোমরা এখান থেকে যা অর্জন করেছ তার চেয়েও তোমরা এটা কীভাবে কাজে লাগাবে সেটা গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত

উন্নতির পাশাপাশি এই শিক্ষাকে দায়িত্ব, সততা ও সচেতনতার সঙ্গে ব্যবহার করতে হবে। পেশাগত সাফল্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি একটি ন্যয়ভিত্তিক ও মানবিক সমাজ গঠনে নিজেদের উজাড় করে দেয়াও গুরুত্বপূর্ণ।

নর্থ সাউথ ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠিত

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য বেনজীর আহমেদ, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. শাহজাহান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াছমিন কামাল, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস রেহানা রহমান, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস দুলুমা আহমেদ, এনএসইউ’র উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, এনএসইউ’র উপ-উপাচার্য ড. নেছার উদ্দিন আহমেদ, এবং এনএসইউ’র কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার বলেন, আজ গর্ব ও আশার একটি বিশেষ মুহূর্ত। ভবিষ্যৎ এখন তোমাদের হাতে— সততা ও সহমর্মিতার সঙ্গে নেতৃত্ব দাও, নিজের শিকড় ভুলে যেয়ো না এবং অর্থবহ ও পরিপূর্ণ জীবন গঠনের পথে আশার আলো নিয়ে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করো।

সমাবর্তন বক্তা অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট হওয়ায় তোমাদের অভিনন্দন। এখানেই তোমরা গড়ে উঠেছো, প্রত্যাশা পূরণের জন্য কল্পনার পরিধি বিস্তৃত হয়েছে। আজ বিশ্ব তোমাদের চোখের সামনে এবং হাতের মুঠোয়— আমি তোমাদের সর্বাঙ্গীণ সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।

নর্থ সাউথ ইউনিভার্সিটির চার স্কুলের ডিন – স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের ডিন অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, এবং স্কুল অব হিউম্যানিটিজ

অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম উপদেষ্টার কাছে ডিগ্রিপ্রার্থীদের উপস্থাপন করেন।

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। ডিগ্রি প্রদান শেষে দুইজন শিক্ষার্থীকে চ্যান্সেলর’স গোল্ড মেডেল ও আটজন শিক্ষার্থীকে ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল দেয়া হয়।

স্নাতক পর্যায়ে চ্যান্সেলর’স গোল্ড মেডেল লাভ করেন ব্যাচেলর অব ফার্মেসি প্রফেশনাল প্রোগ্রামের মাহিরা ইসলাম আসফি এবং স্নাতকোত্তর পর্যায়ে মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের মেহরুব মোবিন ভূঁইয়া।

স্নাতক পর্যায়ে ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল অর্জন করেন ব্যাচেলর অব আর্টস ইন ইংলিশ প্রোগ্রামের জেমিমা শারমিন লামিয়া, ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের হুমায়রা আনজুম অর্চি, ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের রাশিক ইরাম চৌধুরী এবং ব্যাচেলর অব

সায়েন্স ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি প্রোগ্রামের তাসনিম জাহান।

স্নাতকোত্তর পর্যায়ে উপাচার্যের স্বর্ণপদক অর্জন করেন এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স প্রোগ্রামের তাসবির রায়হান, মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন প্রোগ্রামের নুসরাত জাহান লিপী, মাস্টার অব সায়েন্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের তাবাসসুম

হায়দারি এবং মাস্টার অব সায়েন্স ইন বায়োটেকনোলজি প্রোগ্রামের তাসমিম আবু সালেহ।

চ্যান্সেলর’স গোল্ড মেডেল ও ভাইস-চ্যান্সেলর’স গোল্ড মেডেল প্রদান শেষে ভ্যালেডিক্টোরিয়ান মাহিরা ইসলাম আসফি বলেন, প্রিয় সহপাঠী স্নাতকরা, আমাদের সংগ্রামই হোক সেই ভিত্তি,

যার ওপর দাঁড়িয়ে আমরা প্রত্যেকে আমাদের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তুলব। আসুন, কেবল ডিগ্রিই নয়— মানবতার সেবায় ও বিশ্বে অর্থবহ পরিবর্তন আনতে আমাদের মূল্যবোধকেও সঙ্গে করে এগিয়ে নিয়ে যাই।

স্বর্ণপদক প্রাপ্তদের মধ্যে সমাবর্তনের ভ্যালেডিক্টোরিয়ান মাহিরা ইসলাম আসফি তার অনুভূতি ব্যক্ত করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন সমাবর্তনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটির ২৬তম সমাবর্তনের অংশ হতে পেরে আমি গর্বিত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানাই এবং তাঁদের পেশাগত জীবনের সর্বোচ্চ সাফল্য কামনা করি। এই অর্জন দীর্ঘদিনের কঠোর পরিশ্রমের স্বীকৃতি— তোমাদের সাফল্যই আমাদের সাফল্য।

 

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ৩হাজার ৩২২ জন শিক্ষার্থীকে স্নাতক ডিগ্রি প্রদান করতে পারা বিশ্ববিদ্যালয়ের জন্য এক গর্বের ও আনন্দের উপলক্ষ। আজকের স্নাতকেরা ভবিষ্যতে দেশ গঠনের দায়িত্ব ও সুযোগ এখন তোমাদের হাতে। তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের মাধ্যমে নয়, বরং অন্যদের জন্য কী সম্ভব করে তুলতে পারো— তার মাধ্যমেই পরিমাপ করা হবে। জ্ঞান, সাহস এবং মানবতার প্রতি গভীর দায়িত্ববোধ যেন তোমাদের জীবনকে পরিচালিত করে।

সমাবর্তনের দ্বিতীয় অংশে শিক্ষার্থীরা সনদ গ্রহণ করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনব্যাপী সমাবর্তনের প্রথম দিনের কার্যক্রম সমাপ্ত হয়।

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

image_pdfimage_print