
সংবাদ বিজ্ঞপ্তি: পলিসি বিপণনে সফল প্রধান কার্যালয়ের ৪৭ কর্মকর্তাকে বিশেষভাবে পুরস্কৃত করলো দেশের শীর্ষতম লাইফ বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। ডিসেম্বর মাসের প্রিমিয়াম সংগ্রহ প্রতিযোগিতার ওপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, সহকারী ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, কোম্পানি সচিব মো. আব্দুল ওহাব মিয়ান ও এসইভিপি মো. এনামুল হকসহ উর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।
এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ দাবি পরিশোধে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালে আমরা ১২০৫ কোটি টাকা দাবি পরিশোধ করে প্রিমিয়াম সংগ্রহ করি ২১০১ কোটি টাকা। এ অর্জন দাপ্তরিক ও উন্নয়ন কর্মকর্তাদের সমন্বয় এবং ঐকান্তিক প্রচেষ্টার ফল।
বীমার মাধ্যমে মানুষের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি দেশের কল্যাণ সাধিত হয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বিজয়ী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. খসরু চৌধুরী, ডিএমডি এন্ড সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ।