Home জাতীয় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যুবলীগের শ্রদ্ধা নিবেদন

52
0
SHARE

আজ ঐতিহাসিক ৭ মার্চ, বাঙালীকে স্বাধীনতায় উদ্ভোধ্য করার এক ঐতিহাসিক দিন।এই দিনকে স্মরণ করে ধানমন্ডি ৩২ নম্বর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

এর পরই বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে কেন্দ্রীয় যুবলীগ ও ঢাকা মহানগর উত্তর -দক্ষিণ সহ মহানগর ও ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন।

মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা বলেন, বাঙালির স্বাধীনতা, বাঙালির অনুপ্রেরণা ছিল ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। বাঙালির মুক্তি আন্দোলনের অগ্রগামী এ ভাষণ। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ বঙ্গবন্ধুর ৭ মার্চের উদ্দীপ্ত ঘোষণায় বাঙালি জাতি পেয়েছিলো স্বাধীনতার দিকনির্দেশনা।

আজকের দিনটি শুধু আওয়ামী লীগের নয় জানিয়ে রেজাউলর করিম বলেন, বাংলাদেশের সকল দল, মত ও মানুষের কাছে গুরুত্বপূর্ণ। কেউ এ দিনটিকে অস্বীকার করতে পারবে না। যারা এ দিনটিকে পালন করবে না, তারা স্বাধীনতায় বিশ্বাসী না।

তিনি বলেন, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের প্রতিটি নেতাকর্মী বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। নেতৃত্বের প্রতিযোগিতা থাকলেও ঐক্যবদ্ধ আছে নগর দক্ষিণ যুবলীগ।

image_pdfimage_print