Home জাতীয় বঙ্গোপসাগরে ধরা পড়লো ‘অবাক’ করা মাছ

বঙ্গোপসাগরে ধরা পড়লো ‘অবাক’ করা মাছ

55
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে মাথায় ঝুটি ও পাখা বিশিষ্ট বিরল প্রজাতির একটি মাছ। এ মাছটিকে সবাই পাখি মাছ ও গোলপাতা মাছ হিসেবে চেনে। ১০ কেজি ওজনের মাছটি লম্বায় পাঁচ ফুট।

শনিবার সকালে বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছটি জেলেরা নিয়ে আসেন।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র দুই হাজার টাকায় কিনেছেন। পরে তিনি ওই মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশে পাঠান।

ব্যবসায়ী মিরাজ হোসেন জানান, স্থানীয় পর্যায়ে এই মাছটির চাহিদা কম থাকায় কমদামে কেনা হয়েছে। ঢাকায় মাছটি কেজিপ্রতি ৩০০-৪০০ টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি। এক সময় সাগরে এ মাছটি প্রচুর পাওয়া গেলেও এখন খুব একটা দেখা যায় না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

image_pdfimage_print