
ঢাকা, বাংলাদেশ- ১৮ নভেম্বর, ২০২৪: বাংলাদেশের ৬৪ জেলার বিখ্যাত সব পণ্যের পশরা সাজিয়ে তৃতীয় বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঐতিহ্যের হাট’। দেশের ঐতিহ্য ও সংস্কৃতি চর্চা এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা জোগাতে “ঐতিহ্যের হাট” শিরোনামে এই আয়োজনের সূচনা হয়েছিল ২০২২ সালে, ব্র্যান্ডিং বাংলাদেশ স্লোগান নিয়ে। এ বছর আয়োজক প্রতিষ্ঠান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশীপ, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪ উদযাপন উপলক্ষে এই বিশেষ আয়োজন করছে।
আজ, ১৮ নভেম্বর ২০২৪, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গ্রীন ক্যাম্পাসে আয়োজিত ‘ঐতিহ্যের হাট’ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এস এম মাহাবুব-উল হক মজুমদার, বাণিজ্য ও উদ্যোক্তাবৃত্তি অনুষদের ডীন অধ্যাপক ড. মোঃ মাসুম ইকবাল, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইকের ন্যাশনাল হোস্ট কে এম হাসান রিপন এবং ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশীপ বিভাগের প্রধান মোহাম্মদ কামরুজ্জামান।
‘ঐতিহ্যের হাট’ এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ব্যবসায়িক ধারণা একত্রিত হয়ে শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়। এই আয়োজন শুধু বাংলাদেশের ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরবে না, বরং তরুণ প্রজন্মের মধ্যে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন জাগ্রত করবে।
এ বছর, এই বিশেষ আয়োজন গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ২০২৪ উদযাপনের অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে। গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ উইক ১৮ থেকে ২৪ নভেম্বর ২০২৪ পর্যন্ত উদযাপিত হবে, যার মধ্যে ‘ঐতিহ্যের হাট’ অন্যতম আকর্ষণ। বিশ্বব্যাপী ২০০টির বেশি দেশে উদযাপিত এই ইভেন্টে ৪০,০০০ এর বেশি অনুষ্ঠান এবং ১০ মিলিয়নেরও বেশি অংশগ্রহণকারী রয়েছে। বাংলাদেশে, গ্লোবাল এন্ট্রাপ্রিনিউরশীপ নেটওয়াক-বাংলাদেশ (এঊঘ বাংলাদেশ) ৫০টির বেশি অংশীদার সংস্থার সঙ্গে ৫০০টি ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছে, যা সরাসরি ১ লাখ এবং ডিজিটালি ৩০ লাখ যুবকদের প্রভাবিত করবে।
এই আয়োজনের কো-পার্টনার হিসেবে রয়েছে ‘সোশ্যাল বিজনেস স্টুডেন্টস ফোরাম’ এবং ক্লাব পার্টনার ‘বিজনেস এন্ড এডুকেশন ক্লাব’।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান বলেন, “এই ধরনের ইভেন্ট আমাদের ঐতিহ্যকে উদযাপন করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। আমাদের তরুণ উদ্যোক্তাদের তৈরি হওয়া নতুন ধারণাগুলো দেশের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে।”
### ক্যাপশন:
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব ইনোভেশন এন্ড এন্ট্রেপ্রেনিউরশীপ এর উদ্যোগে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য চর্চায় এবং শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে অনুপ্রেরণা জোগাতে “ঐতিহ্যের হাট” শিরোনামে, ব্র্যান্ডিং বাংলাদেশ উদ্যোক্তা মেলার উদ্বোধন করছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম লুৎফর রহমান।