 
		
							মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব। মঙ্গলবার (২০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাসের সেমিনার হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠােনে অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রব বলেন, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশ সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে দ্বিধা-দ্বন্দ্ব ও হতাশা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস চালাতে হবে।
তিনি সততা, আদর্শবাদিতা, ন্যায়নিষ্ঠা, গবেষণা, উন্নত সুযোগ-সুবিধা, বুদ্ধিবৃত্তিক উন্নয়ন এগুলোকে ধারণ করে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে এগিয়ে নিতে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহবান জানান এ সময়।
বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক উৎকর্ষ সাধনের জায়গা উল্লেখ করে তিনি শিক্ষকদেরকে গবেষণাধর্মী কাজের প্রতি মনোযোগী হওয়ারও আহবান জানান এ সময়।
একই সঙ্গে তিনি শিক্ষা সহায়ক শক্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিও তাদের দায়িত্বসমূহ সততা ও নিষ্ঠার সাথে পালনের আহবান জানান।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে দেশসেরা বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের বর্তমান বেতন কাঠামো সময়ের প্রয়োজনে উন্নত করতে ও সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেয়া হবে বলেও শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের আশ্বস্ত করেন নব নিযুক্ত উপাচার্য।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন ও ব্যবসায় প্রাশাসন বিভাগের প্রধান মোঃ মাহাবুব আলম, রেজিস্ট্রার ড. মো. মোয়াজ্জম হোসেন, আইন বিভাগের প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম,  বিভাগের প্রধান কে. এম. আক্তারুজ্জামান, ডেপুটি রেজিস্ট্রার মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা।						
				 
				




