Home জাতীয় স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র শোক

স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র শোক

44
0
SHARE

সাইফুল ইসলাম রনি : বাংলাদেশ স্থপতি ইন্সটিটিউটের (আইএবি) সদ্য সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশের পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ আইইবি)

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বংলাদেশ আইইবি) এর সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলুর সাক্ষরিত বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, নিকটাত্মীয়, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলু বলেন, ‘স্থপতি মোবাশ্বের হোসেন ছিলেন বাংলাদেশ স্থাপত্য শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব৷ তিনি সারাজীবনই দেশ ও মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। আইইবির সাথে উনার নিবিড় সম্পর্ক ছিল। তিঁনি ছিলেন দেশের গর্বিত সন্তান ও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। নাগরিক অধিকার আদায় ও পরিবেশ আন্দোলনসহ বিভিন্ন বিষয়ে সোচ্চার ছিলেন ।’

তিনি আরও বলেন, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নেও স্থপতি মোবাশ্বের হোসেন অসামান্য অবদান রেখেছেন। সমজের যেকোনো অনিয়মে সোচ্চার ছিলেন। রাষ্ট্রের প্রয়োজনে যেকোন পরামর্শ ও অভিজ্ঞতা প্রদানে সবসময়ই তাঁর মৃত্যুতে দেশ একজন প্রতিভাদীপ্ত স্থপতি ও অসাধারণ দেশপ্রেমিককে হারালো, এ শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।’

উল্লেখ্য যে, আগারগাঁও স্থাপত্য ইনস্টিটিউট প্রাঙ্গণে স্থপতি মোবাশ্বের হোসেনে কফিনে আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোঃ নূরুল হুদা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷

image_pdfimage_print