Home আন্তর্জাতিক জাপানে ৬ মাত্রার জোরাল ভূমিকম্প

জাপানে ৬ মাত্রার জোরাল ভূমিকম্প

35
0
SHARE

বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। শনিবার (০২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর ৩.টা ২২ মিনিটে জাপানের উত্তরাংশের দ্বীপ হোক্কাইডোয় কম্পন অনুভূত হয়।

প্রথমে জাপান মিটিওরোলজিক্যাল এজেন্সি বা জেএমএ কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬.‌৯ বলে জানালেও পরে ইউএসজিএস কম্পনের মাত্রা ৬ বলেই জানিয়েছে। ভূমিকম্পের উৎসস্থল ছিল হোক্কাইডোর দক্ষিণপূর্বে নেমুরো শহরের মাটির ১০ কিলোমিটার গভীরে।

নেমুরো শহরের জনসংখ্যা কমপক্ষে ৩১০০০। হতাহতের খবর না মিললেও বাড়িঘর, রাস্তার একাংশ ভেঙে আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। কোনও সুনামি সতর্কতাও জারি হয়নি।

জাপান সরকারের ভূতত্ত্ববিদদের প্যানেল চলতি সপ্তাহেই প্রশাসনকে সতর্ক করেছে এই বলে যে আগামী দিনে বেশ কয়েকবার জোরাল ভূমিকম্পের সম্ভাবনা আছে দেশে।

image_pdfimage_print