
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : জাতীয় পার্টির (জাপা) ভাইস-চেয়ারম্যান থেকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে পদোন্নতি পেয়েছেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা।
৪ ডিসেম্বর এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, ‘যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক জানানো যাচ্ছে যে, আপনাকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য নিয়োগ করা হয়েছে। আপনার এই নিয়োগ ২০১৯ সালের জানুয়ারি থেকে কার্যকর হবে।
পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যা অবিলম্বে কার্যকর হবে।