
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের (জাবি) ২৫তম ব্যাচের ইফতার ও দোয়া মাহ্ফিল গতকাল শনিবার (২৫ মে ২০১৯) ধানমন্ডির রয়েল বাফেটে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত ইফতার ও দোয়া মাহ্ফিলে ২৫তম ব্যাচের বিভিন্ন বিভাগের বন্ধুরা সপরিবারে অংশ নেয়। এর আগে ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা পর্বে অংশ নেয় ব্যাচের বন্ধুরা।
এসময় দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। দোয়া পরিচালনা করেন ২৫তম ব্যাচের বন্ধু মাহাবুব।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন আব্দুল মান্নান, সানি, হাফিজ, রাজু, আকবর, মাকসুদ, ওয়াদুদ প্রমুখ।