Home ব্রেকিং জীবনে বড় কিছু হতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে…… ইউএনও শারমিন...

জীবনে বড় কিছু হতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে…… ইউএনও শারমিন আক্তার

39
0
SHARE

শামসুজ্জামান ডলার :
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, জীবনে তোমাদেরকে অনেক বড় হতে হবে আর সেজন্য প্রয়োজন ভালো ভাবে লেখাপড়া করা। তোমরা ভালো ভাবে লেখাপড়া করে বড় কিছু হও আমরা সেটাই প্রত্যাশা করি। তবে মনে রাখতে হবে জীবনে বড় কিছু হতে চাইলে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সোমবার মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে ও  উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগীতায় সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন ও সততা স্টোরের উদ্বোধন পূর্বক প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের বাম্তবায়নে অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, ডেঙ্গুর বিষয়ে আতঙ্কিত হওয়ার চেয়ে আপনার আশেপাশে ডেঙ্গু জন্মাতে পারে এমন সব কিছু পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যাতে ডেঙ্গু মশার জন্ম না হয়।

বিশেষ অতিথি মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি রোধকল্পে ব্যাপক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। নতুন প্রযন্মকে দুর্নীতিমুক্ত হিসাবে গড়তে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর ও দুর্নীতি বিরোধী বিভিন্ন প্রতিযোগীতি করতে অর্থিক সহযোগীতা করছেন। এছাড়াও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে দুদকের সহযোগী সংগঠন দুর্নীতি প্রতিরোধ কমিটির মাধ্যমে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমান মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম খান। আরো বক্তব্য রাখেন নিশ্চিন্তপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এসএম শফিকুল ইসলাম, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুক আলম, দুর্গাপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সভাপতি শাহাদাৎ করিম সংগ্রাম প্রমূখ।

আলোচনা সভার পরপর অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং দুদকের ৩০হাজার টাকায় গঠিত সততা স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্কুল পরিচালনা কমিটির সদস্য, শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

image_pdfimage_print