
বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিনের (জেএমবি) এক শীর্ষ নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার মধ্যরাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি বাস থেকে তাকে আটক করা হয়।
বাহিনীর মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন তথ্যের ভিত্তিতে বোর্ডবাজার এলাকায় শনিবার রাত ১টার দিকে ঢাকামুখী একটি বাস থেকে তাকে আটক করা হয়।
তাকে জিজ্ঞাসাবাদ চলছে। রোববার এ ব্যপারে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।