Home জাতীয় জেনিথ ইসলামি লাইফে বাছাইকৃত এফ এ দের নিয়ে ট্রেনিং কর্মসুচী অনুষ্ঠিত

জেনিথ ইসলামি লাইফে বাছাইকৃত এফ এ দের নিয়ে ট্রেনিং কর্মসুচী অনুষ্ঠিত

50
0
SHARE

পরিক্রমা ডেস্ক : মতিঝিলে জেনিথ ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বাছাইকৃত এফ এ দের নিয়ে গতকাল ও আজ অর্থাৎ ১০ ও ১১ জুন ২০২৩ দিনব্যাপী ট্রেনিং কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।  ২য় ও সমাপনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন কোম্পানির মাননীয় মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল জনাব এস এম নুরুজ্জামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠন প্রধান ও কোম্পানির সিনিয়র জি এম সৈয়দ মাসকুরুল হক সহ সংগঠন-২ এর জি এম ও ডি জি এম সহ কর্মকর্তাবৃন্দ। 

image_pdfimage_print