
০৭ জুলাই ২০২৪ রবিবার দিনব্যাপী মুন্সিগঞ্জের গজারিয়ায় অবস্থিত এশিয়ার ৩য় বৃহত্তম ওয়াটার পার্ক বাংলাদেশের একটুকরো থাইল্যান্ড খ্যাত মানাবে তে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর সফল উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে আনন্দ ভ্রমন ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মাননীয় মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এস এম নুরুজ্জামান। সভায় জুন-২০২৪ ক্লোজিংয়ে ১ম স্থান অর্জনকারী সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম, ২য় স্থান অর্জনকারী সংগঠন প্রধান মোঃ সাইফুল ইসলাম ও ৩য় স্থান অর্জনকারী সংগঠন সৈয়দ মাসকুরুল হককে প্রধান অতিথি পুরষ্কার প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠন প্রধান সৈয়দ মাসকুরুল হক। সভায় প্রায় ৩০ জন সফল সিনিয়র উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।