Home রাজনীতি জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীকে আকাশ কুমার ভৌ‌মিকের অভিনন্দন

জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইউসুফ গাজীকে আকাশ কুমার ভৌ‌মিকের অভিনন্দন

40
0
SHARE

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মোঃ ইউসুফ গাজী। শনিবার (১০ সেপ্টেম্বর) দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কর্তৃক স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানা গেছে। আওয়ামী লীগ ব্যানারে ইউসুফ গাজী নির্বাচন করবেন।

মোঃ ইউসুফ গাজী দলীয় মনোনয়ন পাওয়ায় কদমতলী থানা আওয়ামী লী‌গের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কদমতলী থানা আওয়ামীলীগ এর ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ও ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক।

এক শুভেচ্ছা বার্তায় কদমতলী থানা আওয়ামীলীগ এর ১ম যুগ্ন সাধারণ সম্পাদক ও ডিএসসিসির ৫৯ নং ওয়ার্ড কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বলেন, আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়েছেন আমরা সেই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবু ইউসুফ গাজীকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমরা উপজেলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। সেই সাথে দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করতে আমরা কাজ করবো।

image_pdfimage_print