Home খেলাধূলা জয় পেল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি

জয় পেল লিভারপুল ও ম্যানচেস্টার সিটি

36
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : শেষ তিন ম্যাচে ভাল খেললেও শনিবার বোনর্মুথের কাছে মুখ থুবড়ে পড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

লিভারপুল ও ম্যানচেস্টার সিটি দু’দলই জিতেছে। লিভারপুল ২-১ হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। সাউদাম্পটনের বিরুদ্ধেও ২-১ জয়ই পেয়েছে ম্যান সিটি। অর্থাৎ ইপিএল টেবলে এক ও দু’নম্বর দলের অবস্থান একই থাকল। লিভারপুলের পয়েন্ট ১১ ম্যাচে ৩১। ম্যান সিটির ১১ ম্যাচে ২৫।

শনিবার রেড ডেভিলসের ডিফেন্সের মুহূর্তের ভুলে ছন্দপতন ঘটল। ৪৫ মিনিটে বোর্নমুথের জোসুয়া কিং একমাত্র গোল করে গেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে এটা ম্যান ইউয়ের বিরুদ্ধে বোর্নমুথের তৃতীয় জয়।

লিভারপুল শনিবার ভালই সমস্যায় পড়েছিল। ২১ মিনিটে ১-০ এগিয়ে যায় অ্যাস্টন ভিলা। গোল করেন মেহমুদ হাসান। খেলার শেষ লগ্নে (৮৭ মিনিটে) গোল শোধ করেন অ্যান্ড্রু রবার্টসন। লিভারপুল জয়ের গোল পায় সংযুক্ত সময়ে, চতুর্থ মিনিটে। ত্রাতা সাদিয়ো মানে। ম্যানচেস্টার সিটিও ১৩ মিনিটে সাউদাম্পটনের কাছে গোল হজম করে। করেন জেমস ওয়ার্ড-প্রাউজ। ৭০ মিনিটে ১-১ করেন সের্খিয়ো আগুয়েরো। ম্যান সিটি জয়ের গোল পায় ৮৬ মিনিটে। কাইল ওয়াকার দলকে রক্ষা করেন।

image_pdfimage_print