Home ব্রেকিং টানা ক্ষমতায় থাকার কারণেই কাজ করতে পারছে সরকার : প্রধানমন্ত্রী

টানা ক্ষমতায় থাকার কারণেই কাজ করতে পারছে সরকার : প্রধানমন্ত্রী

34
0
SHARE

টানা ক্ষমতায় থাকার কারণেই পরিকল্পনা অনুযায়ী সরকার কাজ করতে পারছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কিশোরগঞ্জে দেশের প্রথম অলওয়েদার সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘মহামান্য রাষ্ট্রপতি হাওড়াবাসীর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে গেছেন যার অংশ হিসেবে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম সড়ক। এই সড়ক অবহেলিত হাওড়বাসীর মুখে হাসির কারণ হবে।’

সড়কটি মুজিববর্ষে হাওড়বাসীর জন্য রাষ্ট্রপতির পক্ষ থেকে উপহার হিসেবেও উল্লেখ করেন শেখ হাসিনা। এ সময় শীতকালে করোনার সংক্রমণ বাড়তে পারে সেই পরিকল্পনা মাথায় রেখে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ বছরের বাতিল হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা সম্পর্কে সরকারপ্রধান বলেন, ‘পরীক্ষা না নেওয়া গেলেও শিক্ষার্থীদের লেখাপড়া অব্যাহত রাখতে সরকার চেষ্টা করে যাচ্ছে।’

image_pdfimage_print