Home বিনোদন টি.কে বাংলার ঈদ স্পেশাল ‘তুই বড়ই সার্থপর’

টি.কে বাংলার ঈদ স্পেশাল ‘তুই বড়ই সার্থপর’

36
0
SHARE

মোঃ রবিউল ইসলাম জুয়েল : জনপ্রিয় ইউটিউব চ্যানেল টি.কে বাংলা টিভি এবার ঈদুল ফিতর উপলক্ষে নিয়ে আসতেছে গান ‘তুই বড়ই সার্থপর ‘ গানটি গেয়েছেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী মেহেদী হাসান চাঁদ, গানটির গীতিকার ও সুরকার জনি হামিদ, গানটিতে মডেল হয়েছেন মেহেদী হাসান চাঁদ এবং সাথী খান, গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কামরুজ্জামান পুতুল, গানটি রিলিজ হবে ঈদের তৃতীয় দিন। গানটির ব্যাপারে টি.কে বাংলার কর্ণধার তারেক খান বলেন গানটি দর্শকদের রুচিবোধ এর কথা চিন্তা করে করা হয়েছে আশা করি ভালো লাগবে।

image_pdfimage_print