
কক্সবাজার টেকনাফের কুখ্যাত অপহরণকারীদলের মূলহোতা আবু তালেবকে গ্রামবাসীর সহায়তায় আটক করে টেকনাফ থানায় সোপর্দ করেছে বিজিবি।
অদ্য ১০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক সকাল ১১.০০ ঘটিকায়
বিজিবি’র টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপি’র দহল দল দায়িত্বপূর্ণ নয়াপাড়া এলাকায় দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত অপহরণকারী দলের মূল হোতা আবু তালেবকে আটক করে। পরবর্তীতে দুপুর ১২ টার দিকে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।
জানা যায়, নয়াপাড়া গ্রামের মৃত ফজল হকের ছেলে এবং কুখ্যাত অপহরণকারী দলের মূলহোতা মোঃ আবু তালেব (৩৫) দীর্ঘদিন ধরে এলাকায় তার চক্রান্তের জাল বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আবু তালেব গত ০৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক বিকেল ০৪.০০ ঘটিকায় মিথ্যা প্রলোভনের ফাঁদে ফেলে ০৫ জন স্থানীয় নিরীহ লোককে তাদের বাড়ি থেকে ডেকে নিয়ে টেকনাফের পল্লানপাড়া পাহাড়ি এলাকায় তার সহযোগীদের হাতে তুলে দেয়। এ সময় তাদের ওপর অমানুষিক নির্যাতন চালিয়ে অপহৃত ব্যক্তিদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরে ১০ ফেব্রুয়ারি আনুমানিক সকাল ১১০০ ঘটিকায়
উক্ত ঘটনাস্থল থেকে মোঃ জাবের (২৮) নামের অপহৃত এক ব্যক্তি অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়ে পালিয়ে আসতে সক্ষম হয়। জাবের আলী জানান, বাড়ি থেকে বের করে আবু তালেব ও তার সহযোগীরা তাদেরকে নির্মম নির্যাতনের মুখে ফেলে মুক্তিপণ দাবি করে। পরবর্তীতে অপহৃত ভুক্তভোগীদের পরিবার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ সাবরাং বিওপিতে এসে অভিযোগ জানালে, বিওপি কমান্ডারের নেতৃত্বে বিজিবি সদস্যরা নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। আনুমানিক দুপুর ১২৩০ ঘটিকায় বিজিবি টহলদল স্থানীয় জনগণের সহায়তায় অপহরণকারী তালেবকে আটক করে টেকনাফ থানায় হস্তান্তর করে।
অপহৃত ব্যক্তিদের নাম ও ঠিকানা নিম্নে প্রদান করা হলো:
ক। মোঃ জাবের (২৮), পিতা-মোঃ মনির আহমেদ।
খ। মোঃ রায়হান মনু (২০), পিতা-মোঃ মাহমুদ হোসেন ।
গ। মোঃ রায়হান (১৮), পিতা-মোঃ সেলিম।
ঘ। মোঃ জাকারিয়া (১৮), পিতা-মোঃ জমির আহমেদ। গ্রাম-নয়াপাড়া, পোস্ট-সাবরাং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।
এ ঘটনায় অপহৃত ব্যক্তিদের অভিভাবকদের পক্ষ থেকে টেকনাফ থানায় একটি অপহরণ মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি’র সুচিন্তিত কৌশল এবং জনগণের সহযোগিতায় সাবরাং বিওপি কর্তৃক দ্রুত পদক্ষেপ নেওয়ায় এলাকাবাসী অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন এবং বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষ জানা যায়, অপহৃত ব্যক্তিদের উদ্ধারে আভিযানিক কার্যক্রম চলমান রয়েছে।