Home আন্তর্জাতিক ট্যাংকার বিমানের সঙ্গে সংঘর্ষে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

ট্যাংকার বিমানের সঙ্গে সংঘর্ষে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

41
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক :  যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক যুদ্ধবিমান মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ইম্পেরিয়াল কাউন্টিতে একটি ট্যাঙ্কার বিমান থেকে জ্বালানি নেয়ার সময় এফ-৩৫বি যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনার খবর বুধবার নিশ্চিত করেছে দেশটির সামরিক বাহিনীর মেরিন ইউনিট।

মার্কিন থার্ড মেরিন এয়ারক্রাফট উইং এক বিবৃতি দিয়ে জানিয়েছে, অত্যাধুনিক এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত হলেও তার পাইলট সেখান থেকে বের হতে সমর্থ হন। এখন তার চিকিৎসা চলছে। বিমানটি বিধ্বস্ত হওয়ার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

image_pdfimage_print