
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। শনিবার নিউ ইয়র্কের একটি হাসপাতালে তিনি মারা যান। ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির বরাত দিয়ে সিএনএন আজ রবিবার সকালে এ খবর প্রকাশ করেছে।
বিবৃতিতে ট্রাম্প বলেছেন, রবার্ট শুধু আমার ভাই ছিল না, ছিল সেরা বন্ধুও। তাকে অনেক অনেক মিস করবো। আমাদের আবার দেখা হবে। রবার্টের স্মৃতি সবসময়ে আমার অন্তরে থাকবে। তোমাকে খুব ভালোবাসি রবার্ট। শান্তিতে ঘুমাও।
রবার্ট ট্রাম্পের শেষকৃত্যে মার্কিন প্রেসিডেন্ট যাবেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।