
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে আমন্ত্রণ জানালেও এই সফরের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি।
মঙ্গলবার ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে ট্রাম্পকে ভারত সফরের আমন্ত্রণের বিষয়টি উল্লেখ করেছে।
এদিকে একজন ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এই সফরের জন্য পারস্পরিক সুবিধাজনক তারিখ নির্ধারণের জন্য উভয় পক্ষের যোগাযোগ রয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, এই সফরের পরিকল্পনার সাথে জড়িত এমন একজনের মতে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে সফরটি হতে পারে। তবে তা মার্কিন কংগ্রেসে ট্রাম্পের অভিশংসন ভোটাভুটির উপর নির্ভর করবে।
এদিকে, বুধবার (১৫ জানুয়ারি) ট্রাম্পের অভিশংসনের তারিখ ঘোষণা করা হয়েছে। এদিন, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি ট্রাম্পের ইমপিচমেন্ট ইস্যুতে যাবতীয় তথ্য প্রমাণ সিনেটে হস্তান্তর করবেন। এর আগে ২০১৯ সালের জানুয়ারির দিকে ভারত সফরে ট্রাম্পকে আমন্ত্