
বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চলতি বছরেই অনুষ্ঠিত হবে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন। তাই দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চান, প্রেসিডেন্ট নির্বাচনের আগেই যেন করোনাভাইরাসের টিকা বাজারে চলে আসে। কারণ, বিশেষজ্ঞরা মনে করছেন- দ্রুত টিকা নিয়ে আসতে পারলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ার পথ প্রশস্ত হবে।
এদিকে হোয়াইট হাউসের কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্প চান অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকদের তৈরি টিকা দ্রুত অনুমোদন দিতে।
বিশেষজ্ঞরা মনে করেন, টিকা চলে এলে করোনা সঙ্কট কমে যাবে। আর এটি নভেম্বরের আগে বাজারে চলে এলে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে পুনরায় ক্ষমতায় আরোহণের সুযোগ সৃষ্টি হতে পারে। কারণ, তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন এরই মধ্যে বলেছেন, মার্কিনিদের সুরক্ষা দিতে ব্যর্থ ট্রাম্প।
এদিকে অ্যাস্ট্রাজেনেকা বলছে, যুক্তরাষ্ট্রে জরুরি ব্যবহারের ব্যাপারে আমাদের টিকা অনুমোদন পাওয়ার বিষয়ে কোনো আলোচনা শুরু হয়নি। টিকা দ্রুত বাজারে নিয়ে আসার ব্যাপারে কোনো আলোচনাও হয়নি। কেউ যদি দ্রুত টিকা আসবে বলে মনগড়া তথ্য ছড়ায়, তবে তা ফটকা ছাড়া আর কিছুই নয়। সব প্রক্রিয়া শেষ হলেই এটি বাজারে আসবে।