Home জাতীয় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় হাসপাতালে ৪ জন

35
0
SHARE

বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক:  দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় একজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর বর্তমানে চারজন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরে এখন পর্যন্ত ৩৩৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ৩৩৪ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

ডেঙ্গু সন্দেহে একটি মৃত্যু পর্যলোচনার জন্য রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়েছে। পর্যলোচনা শেষে মৃত্যুটি ডেঙ্গুজনিত নয় বলে নিশ্চিত করেছে আইইডিসিআর।

গত বছর দেশে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দেয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, মশাবাহিত এ রোগে ২০১৯ সালে ১৭৯ জন মারা যান।

image_pdfimage_print