
করোনা কেড়ে নিয়েছ অসংখ্য প্রাণ। করোনা আতঙ্ক কাটতে না কাটতেই ডেঙ্গু এখন মহামারী আকার ধারণ করছে। প্রায় সমগ্র দেশেই ডেঙ্গুর ছোবল।
রাজধানী ঢাকার হাসপাতাল গুলোতে ডেঙ্গু রোগী নিয়ে বিপাকে চিকিৎসকরা। রাজধানীবাসী আতঙ্কিত হলেও সিটি করপোরেশনের দায় দায়িত্ব নেই বললেই চলে। মশক নিধনে উদাসীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। নালা খাল ময়লা আবর্জনায় ভর্তি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। খাল পরিস্কারের নামে ইতিমধ্যে এক শ্রেণী হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। যেমন খাল তেমনই আছে অপরিষ্কার। খাল পরিস্কারের নামে পাবলিককে করেছেন আই ওয়াশ।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার মেরাদিয়া, মাদারটেক, বাসাবো সবুজ বাগ নন্দিপাড়ার মানুষ মশার অত্যাচারে অতিষ্ঠ। ঢাকার নিম্নাঞ্চলে মশার ওষুধ দেয়া হচ্ছে না। ৭৩,৭৪ এবং ৭৫ নং ওয়ার্ড যেন মশা চাষের প্রকল্প।
ময়লা আবর্জনার স্তুপ দেখলে এটা অনুমান করা খুবই সহজ।
রামপুরা ব্রিজ থেকে নেমে আসা নড়াই নদীটি মিলেছে বালু নদীতে, পঁচা পানির গন্ধে মানুষ দিশেহারা, খিলগাঁও থানাধীন ত্রিমুহনী এলাকার মানুষ রয়েছেন সীমাহীন দুর্ভোগে।
নন্দীপাড়ার জিলানী খাল আর শেখের জায়গার ধোলাই খালের চিত্র দেখলে সহজেই অনুমান করা যাবে রাজধানীতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের কর্মকর্তারা কি করছেন। আছে খাল পরিস্কারের নামে লুটপাট।
বিশ্বস্থ সূত্রে জানা যায়, খাল পরিস্কারের নামে যা বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটা সম্পূর্ণ লুটেরারা লুটে নিচ্ছে, আর ভোগান্তি পোহাচ্ছেন রাজধানী বাসী।
জাকির হোসেন/বি. পরিক্রমা