Home ব্রেকিং ডেঙ্গু প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন সরকারের প্রতি-রওশন এরশাদ

ডেঙ্গু প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন সরকারের প্রতি-রওশন এরশাদ

90
0
SHARE

পরিক্রমা ডেস্ক : জাতীয় পার্টির প্রধান পৃষ্টপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলের নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ ডেঙ্গু জ্বর প্রতিরোধের জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন, ঢাকা শহরসহ সারাদেশে ডেঙ্গু জ্বর ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে। হাসপাতালগুলোতে ভরে উঠেছে ডেঙ্গু রোগীতে। আক্রান্তদের ডেঙ্গু পরীক্ষা করতে ভোগান্তীর শেষ নেই। ৮ ধরনের পরীক্ষা করে নিশ্চিত হতে হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে কিনা। দ্বারে দ্বারে ঘুরতে হয় এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। এমনি কঠিন অবস্থা অতিক্রম করছে আক্রান্ত হওয়া রোগী ও সাধারন মানুষ। তিনি বলেন, খতিয়ে দেখতে হবে ডেঙ্গু কেন এবার এতো ভয়াবহ রূপ নিয়েছে। সেই মোতাবেক কাজ করতে হবে। ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার দেখে দেশের মানুষ শঙ্কিত। ডেঙ্গু জ্বর জাতীয় দুর্যোগে পরিণত হয়েছে। প্রতিরোধের দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও এই মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থাগুলো ও সিটি কর্পোরেশনকে সমন্বয় রেখে ডেঙ্গু প্রতিরোধের কাজ করতে হবে। হাসপাতাল গুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীদের সিটের ব্যবস্থা করার পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় সবধরনের সেবা নিশ্চিত করতে হবে। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। হাসপাতালের পর্যাপ্ত ঔষুধ সরবরাহ এবং ডাক্তারদের সার্বক্ষনিক রোগীদের দেখাশুনা করতে হবে। যেহেতু এডিস মশা ডেঙ্গু ছড়ায় সেহেতু এডিস মশা মারতে হবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনকে আরো কর্ম তৎপরতা বাড়াতে হবে। কীটনাশক দিয়ে মশা মারতে হবে। সিটি কর্পোরেশনের কর্মী দিয়ে বাসাবাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রেখে এডিস মশা নিধন করতে হবে।

রওশন এরশাদ আরো বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত বিশেষজ্ঞ দিয়ে পাড়া-মহল্লায় মানুষকে সচেতন করার ব্যবস্থা করা। সাধারণ মানুষ ও আক্রান্ত রোগীকেও বিশেষজ্ঞদের পরামর্শ মোতাবেক চলতে হবে। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ও তথ্য মন্ত্রণালয়কে এডিস মশা ও ডেঙ্গু জ্বর সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করার জন্য জোর প্রচার-প্রচারনা চালাতে হবে।

image_pdfimage_print