Home রাজনীতি ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক ও...

ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে সুজিত রায় নন্দীর শোক ও সমবেদনা

48
0
SHARE

জাতীয় সংসদের দুইবারের মাননীয় ডেপুটি স্পীকার ও সাতবারের এমপি, তুখোড় রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ফজলে রাব্বী মিয়া এম.পি আর বেঁচে নেই। ২৩ জুলাই বাংলাদেশ সময় মধ্যরাত ২.০০ টায় (নিউইয়র্ক সময় বিকাল ৪.০০ টা) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ মাউন্ট সিনাই ওয়েস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)
তাঁর মৃত্যুতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এদিকে সবকিছুকে পেছনে ফেলে গাইবান্ধার সর্বজন শ্রদ্ধেয় এই বরেণ্য রাজনীতিবিদ ও সাঘাটার জনপ্রতিনিধি আদালত প্রাঙ্গন, সংস্কৃতি জগত, আবার ফুটবল মাঠের লাইন্সম্যানের মতো বহুল প্রতিভার অধিকারী ফজলে রাব্বী মিয়ার চলে যাওয়াতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক, চাঁদপুর হাইমচরের মাটি ও মানুষের নেতা জননেতা সুজিত রায় নন্দী দাদা। এক শোকবার্তায় তিনি মরহুমের পারলৌকিক শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

image_pdfimage_print