Home ব্রেকিং ড. ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক

ড. ওয়াজেদ মিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক

34
0
SHARE

ডেস্ক রিপোর্টঃ
১৯৪২ সালের ১৬ ফেব্রুয়ারি রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেহপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এম এ ওয়াজেদ মিয়া।

এক বার্তায়  কাউন্সিলর ৫৯ নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যুগ্ম সম্পাদক কদমতলী থানা আওয়ামীলীগ নেতা কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ জামাতা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়া’র জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি জানান এবং বিনম্র শ্রদ্ধায় তাঁর বিদেহী আত্মার দোয়া কামনা করেন।

উল্লেখ,

উপমহাদেশের খ্যাতনামা এ বিজ্ঞানী আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞানে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘স্যার জগদীশ চন্দ্র বসু স্বর্ণপদক’- এ ভূষিত হন । বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন ও গবেষণা সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ওয়াজেদ মিয়া তৎকালীন পাকিস্তানি সামরিক শাসক আইয়ুব খানবিরোধী আন্দোলনসহ দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন । আণবিক শক্তি বিজ্ঞানী সংঘ , পদার্থবিজ্ঞান সমিতি , বিজ্ঞান উন্নয়ন সমিতি , বিজ্ঞানী ও বিজ্ঞানজীবী সমিতি , রংপুর জেলা সমিতি এবং জাতীয় সমন্বিত উন্নয়ন ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

image_pdfimage_print