Home ব্রেকিং ড. করুণাময় গোস্বামীর স্মরণ সভা কাল –

ড. করুণাময় গোস্বামীর স্মরণ সভা কাল –

40
0
SHARE

 

ড. করুণাময় গোস্বামীর দ্বিতীয়
মৃত্যুবার্ষিকী ৩০ জুন। ২০১৭ সালের এ দিনে
তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ড. করুণাময়
গোস্বামী রিসার্চ একাডেমি ও বিএসবি
ক্যামব্রিয়ান এডুকেশন ৩০ জুন বিকাল ৪টায়
ক্যামব্রিয়ান কলেজ অডিটরিয়াম, ঢাকায় এক
স্মরণ সভার আয়োজন করেছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
থাকবেন বিশিষ্ট লোক সংস্কৃতি ও পল্লী

সাহিত্য গবেষক এবং বাংলা একাডেমির প্রাক্তন
মহাপরিচালক শামসুজ্জামান খান। বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ
আবদুর রাজ্জাক ভূঞা, নির্বাহী পরিচালক, কবি
নজরুল ইনস্টিটিউট এবং মফিদুল হক, গবেষক,
লেখক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ট্রাস্টি
মুক্তিযুদ্ধ যাদুঘর।

image_pdfimage_print