
আশিক সরকারঃ
বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমান শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) এর প্রাক্তন কৃতী ছাত্র বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদ।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে নেয়ার পথে ড. মো. নজরুল ইসলাম বৃহস্পতিবার রাত ৭ টায় ৩০ মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, “ ড. মো. নজরুল ইসলামের মৃত্যুতে দেশ একজন স্বনামধন্য গবেষককে হারালো, যিনি কৃষি গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে সমগ্র জাতির সাথে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী গভীর শোক প্রকাশ করছে এবং মরহুমের শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। ভিসি মহান আল্লাহর কাছে তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি।