Home ব্রেকিং ঢাকার সরাইয়ে কামরুল হাসান রিপনের বৃক্ষরোপণ

ঢাকার সরাইয়ে কামরুল হাসান রিপনের বৃক্ষরোপণ

41
0
SHARE

গত ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচিসহ অন্যান্য কর্মকাণ্ডের জন্য সংগঠনের নেতাকর্মীদের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেইসঙ্গে এসব কর্মসূচী অব্যাহত রাখার নির্দেশনা দেন আওয়ামী লীগ সভানেত্রী।

তারই ধারাবাহিকতায় আজ আবারও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

শুক্রবার (৬ আগস্ট) বেলা ২টায় তার নির্বাচনী এলাকা ঢাকা- ০৫ আসনের সরাইয়ে বৃক্ষরোপণ করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষ নেতা। এ সময় স্থানীয় মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ ছাড়াও যাত্রাবাড়ী, শ্যামপুর, সূত্রাপুর, খিলগাঁও থানাসহ বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ শেষে কামরুল হাসান রিপন বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে আমরা সদা প্রস্তুত। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি আমাদের কার্যক্রমের প্রশংসা করেছেন। তাতে আমরা খুশি এবং অনুপ্রাণিত। এই সময়ে তিনি বৃক্ষরোপণ কর্মসূচি অব্যাহত রাখার কথা বলেছেন। আমরা তা বাস্তবায়নে দৃঢ় প্রতিজ্ঞ।’

image_pdfimage_print